সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে চারটি ইউপি নির্বাচনে আ’লীগের দুই স্বতন্ত্র দুই প্রার্থী বিজয়ী

টাঙ্গাইলে চারটি ইউপি নির্বাচনে আ’লীগের দুই স্বতন্ত্র দুই প্রার্থী বিজয়ী

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।

চারটি ইউপিতে আওয়ামী লীগের দুই প্রার্থী ও দুই স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রথমবারের মত সদর উপজেলায় ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হয়।

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন ৭ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সুমন আহমেদ ৬ হাজার ৩৪৮ ভোট পেয়েছে। এছাড়াও কাকুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন। মাহমুদ নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন শিকদার ২ হাজার ৮১৯ ভোট পেয়ে বেরসাকরিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম ২ হাজার ৭৪৬ ভোট পেয়েছেন। অপরদিকে এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদত হোসেন সাজ্জাদ ২ হাজার ৪৯৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এদিকে সিলিমপুর ইউনিয়নে চেয়রম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন ৫ হাজার ৩৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ২ হাজার ৫০৬ ভোট। এছাড়া আওয়ামী লীগের অ্যাডভোকেট হানিফ মিয়া পেয়েছেন ২ হাজার ৪৪৫ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী ও মাহমুদনগর এ চারটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। ৩৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ন হয়েছে।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউপিতে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠ করতে চারটি ইউনিয়নে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রে, আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, ৫০ জন র‌্যাব সদস্য এবং দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840