সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

টাঙ্গাইলে সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন চলছে, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিদিন প্রতিবেদক : ঈদ পরবর্তী সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন চলছে। জরুরি প্রয়োজন ছাড়াও লোকজনকে বাইরে বের হতে দেখা গেছে। সড়কে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনসহ রিকশা ও ভ্যান চলাচল করছে। টাঙ্গাইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সেখানে লকডাউন বাস্তবায়ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সাধারণ মানুষ পুলিশী চেকপোস্টে জেরার মুখে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। এছাড়া র‌্যাব ও আনসার সদস্যাও মাঠে টহল দিচ্ছে।


পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত মাঠে কাজ করছে।

অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজার ছাড়া মার্কেট, শপিংমল ও দোকান-পাট বন্ধ রয়েছে। মহাসড়কে জরুরী পণ্যবাহী যানবাহন চলাচল করছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840