টাঙ্গাইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের র‌্যালি

টাঙ্গাইলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের র‌্যালি

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ৫০টি জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী র‌্যালি ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সার্কিট হাউজ থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে মোটর শোভাযাত্রা বের করা হয়।

পরে মুক্তিযোদ্ধারা ৫০টি জাতীয় পতাকা নিয়ে ১২টি উপজেলায় পর্যায়ক্রমে প্রদক্ষিণ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকালীন স্মৃতি তুলে ধরেন। এর আগে জেলা বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধারা সার্কিট হাউজে এসে সমবেত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক (বীর প্রতীক) ও খন্দকার জহুরুল হক ডিপটি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840