টাঙ্গাইলে হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

টাঙ্গাইলে হৃদয়ে বঙ্গবন্ধু শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

প্রতিদিন প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শিশুদেও জন্য ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর তিন শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

শুক্রবার সকালে টাঙ্গাইল শহীদ মিনারে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। প্রদর্শনীর উদ্বোধন করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড মামুনুর রশীদ মামুন। সংগঠনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার কামরুল হাসান।

প্রধান অতিথি সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর আলোকচিত্র দেখেই উপলব্ধি করা যায়তিনি কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। যারা বঙ্গবন্ধুর নামমুছে ফেলতে চায় তাদের বোঝা উচিত তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু মহানায়ক।’

সংগঠনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘নতুন প্রজন্ম ও সাধারণ মানুষকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে আমাদের এ উদ্যোগ। প্রদর্শনী আগামী ১৪ আগষ্ট বিকাল ৫টা পর্যন্ত চলবে।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840