টাঙ্গাইলে হেরোইনসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

টাঙ্গাইলে হেরোইনসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপান সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার খুদিরামপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি মো: হাবিবুর রহমান (২৪) রাজশাহী জেলার মোহনপুর থানার জাহানাবাদ এলাকার মো: সৈয়দ আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ১৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ টাকা।

আটককৃত মাদক কারবারি জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে রাজশাহী জেলা থেকে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

পরে আটককৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840