সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল শহরে দোকান মালিক সমিতির সাথে এসপির মতবিনিময়

টাঙ্গাইল শহরে দোকান মালিক সমিতির সাথে এসপির মতবিনিময়

বিশেষ প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল শহরে দোকান মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর থানা ও পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ছয়আনী বাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিক প্রমুখ।

সভায় বক্তারা, পবিত্র মাহে রমজান ও ঈদ পরবর্তী সময়ে শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে এমনটাই প্রত্যাশা করেন। সেই সাথে শহরের বাজার গুলোতে সাধারণ মানুষ পন্য সামগ্রী ও বিভিন্ন সেবা নিতে এসে যেন ভোগান্তিতে না পড়েন এবং বাজার গুলোতে নিয়মিত মনিটরিং এর দাবি জানান।

মতবিনিময় সভা পরিচালনা করেন পাঁচআনী-ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সম্পাদক আহসান খান আছু।

এসময় পাঁচআনী-ছয়আনী বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন মার্কেট ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840