সংবাদ শিরোনাম:
দেলদুয়ারে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

দেলদুয়ারে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার: দেলদুয়ারে হাট পেরিফেরির সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে এলাসিন বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক এস এম শাহজাহান। এর ফলে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে কয়েকটি সংখ্যালঘু পরিবার। এছাড়া একটি সার্বজনীন স্বারদীয় দুর্গাপূজা মন্ডপে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে।

জানা যায়, এলাসিন ইউনিয়নের পাছ এলাসিন মৌজার ৪৫১ খতিয়ানের বিএস ৬৪৪ দাগে এসএম শাহজাহানের ৩ শতাংশ ভূমি রয়েছে। ওই ভূমির সাথে প্রায় ৬শতাংশ সরকারি ভূমি দখল করে তিনি ঘর নির্মাণ করেছেন। ফলে ওই জায়গার পিছনে কয়েকটি হিন্দু পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহসড়কের পাশে এলাসিন হাট পেরিফিরির ভূমি বিধায় জায়গাটি অতি মূল্যবান।

অভিযোগ প্রসঙ্গে এসএম শাহজাহান বলেন, ওইখানে হাট পেরিফেরির সরকারি জায়গা আছে কিনা আমার জানা নেই। তবে আমার তিন শতাংশ জায়গা রয়েছে। আরও চার শতাংশের দাবিতে আদালতে মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা সুদেব সাহা জানান, এসএম শাহজাহানের তিন শতাংশ জায়গার বাইরে তার দখলে এলাসিন হাট পেরিফেরির সরকারি জায়গা রয়েছে। তবে পরিমাপের পর জানা যাবে সঠিক সংখ্যা।

সহকারি কমিশনার (ভূমি) সুফল চন্দ্র গোলদার জানান, এলাসিন বাজারে হাট পেরিফেরির সরকারি জায়গা উদ্ধারের প্রক্রিয়া চলছিল কিন্তু এসএম শাহজাহান আদালতের শরনাপন্ন হওয়ায় আর এগুনো সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840