নাগরপুরে ছিটানো হলো জীবাণুনাশক পানি

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে নাগরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

সম্প্রতি প্রায় প্রতিদিন একবার করে এ জীবাণুনাশক ছিটানো হবে। এ সময় উপজেলার সদর সড়কে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেসব গুরুত্বপূর্ণ জায়গায় স্প্রে করা হচ্ছে।

পর্যায়ক্রমে উপজেলার সব জায়গাতেই এ জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে। তিনি এ সময় সাংবাদিকদের মাধ্যমে সকলকে এ দুর্যোগ মোকাবিলায় ঘরে থাকার আহবান জানান। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো.মেহেদী হাসান জানান, আমরা সরকারের নির্দেশনা মোতাবেক শহরের গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে করেছি। এতে করে কিছুটা হলেও ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আমরা রক্ষা পাব। আগামীতে এ কার্যক্রম অব্যাহত রাখতে গেলে আমাদের আরও জীবাণুনাশক উপকরন প্রয়োজন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840