নাগরপুরে প্রতিবন্ধিদের নিয়ে দিনব্যাপী লিগ্যাল এইড ক্যাম্প

নাগরপুরে প্রতিবন্ধিদের নিয়ে দিনব্যাপী লিগ্যাল এইড ক্যাম্প

TANGAIL-PRATIDIN

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে প্রত্যন্ত এলাকায় প্রতিবন্ধিদের নিয়ে “প্রতিবন্ধি ব্যক্তি ও সুরক্ষা আইন” বিষয়ে দিনব্যাপী লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মামুদনগর গ্রামে ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে ইউএসএইড এর এক্সপান্ডিং পার্টিসিপেশন অব পিপল উইথ ডিজএবিলিটি প্রোগ্রামের আওতায় উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাকী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাগরপুর উপজেলা সমাজসেবা অফিসার মো: সৌরভ তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, মামুদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শেখ শহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল ডিপিওডি’র পরিচালক সহিদুল ইসলাম। লিগ্যাল এইড ক্যাম্পে প্রতিবন্ধিদের রেজিস্টেশন, বিভিন্ন অভিযোগ ও আইনগত পরামর্শ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840