নানা প্রতিবন্ধকতার মাঝেও নারী ফুটবল নিয়ে কাজ করছেন মুন্নি

নানা প্রতিবন্ধকতার মাঝেও নারী ফুটবল নিয়ে কাজ করছেন মুন্নি

মাছুদ রানা: সামাজিক বঞ্চনা ও নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে চলেছে টাঙ্গাইলের নারী ফুটবলাররা। তারপরও বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বাধা সমাজ ও পরিবার। আর শত বাধা পেরিয়ে আসা ওই সকল নারী ফুটবলারদের নিয়ে কাজ করে যাচ্ছেন টাঙ্গাইলের মোনালিসা উইমেনস স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা কামরুন্নাহার খান মুন্নি। দীর্ঘ দিন ধরে নারী ফুটবলারদের প্রশিক্ষন দিয়ে যাচ্ছেন নিজ খরচে। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের অনেকেই।
জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলি ইউনিয়নের বেতরাইল গ্রামে ছোট থেকে বড় হয়ে ওঠা মুন্নির। ছোট বেলা থেকেই স্বপ্ন ছিলো ভালো একজন খেলেয়াড় হবে। কিন্তু সামাজিক বঞ্চনা ও নানা প্রতিবন্ধকতার কারনে নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। মাইঠাইন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করার সময় থেকে বিভিন্ন খেলাধুলার সাথে জজিয়ে পড়েন মুন্নি। এরপর সিলিমপুর এম এ করিম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে টাঙ্গাইল শহরের কুমুদিনী সরকারি মহিলা কলেজে ভর্তি হয়। পড়াশোনার পাশাপাশি কলেজের বিভিন্ন ইনডোর খেলাধূলায় অংশ গ্রহণ করেন। এরপর করটিয়া সা’দত কলেজ থেকে অনার্স ও মার্স্টাস শেষ করেন। মাস্টার্স শেষ হওয়ার আগেই তিনি শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। ২০১০ সালে দেলদুয়ার উপজেলার বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০১৬ সালে টাঙ্গাইল শহরের উত্তরণ শিশু শিক্ষালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। শিক্ষকতা করতে গিয়ে তিনি তার খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণের কথা চিন্তা করেন। কিন্তু ততদিনে তার সে বয়স এবং পরিবেশ না থাকায় সিদ্ধান্ত নেন শিশু-কিশোরীদের নিয়ে কাজ করবেন। তিনি যে স্বপ্ন পূরণ করতে পারেনি তা অন্য শিশু-কিশোরীদের মাধ্যমে পূরণ করবেন। এরপর মুন্নি প্রথমে ফুটবলকে প্রাধান্য দিয়ে কাজ শুরু করেন। এসময় মামুন নামের তার এক বড় ভাইয়ের সহযোগিতায় তিনি চারজন কিশোরীকে নিয়ে প্রথম ফুটবল খেলার অনুশীলন শুরু করেন। মামুন একজন ফুটবল খোলোয়াড় হওয়ায় তার পরামর্শে ও অনুপ্রেরনায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে চায় মুন্নি। এরপর থেকেই শুরু হয় মুন্নির জীবনযুদ্ধ। ফুটবলকে ভালোবেসে মাঠে নামেন। ২০১৯ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে ফুটবল খেলার কলা-কৌশল ও অনুশীল বিষয়ে প্রশিক্ষন নেয়। এছাড়াও ক্রীড়া বিজ্ঞানে ¯œাতকোত্তর ডিপ্লোমা গ্রহণ করেন। এর মাঝে টাঙ্গাইল শহরে বসবাসকারী আনোয়ার সাদাৎ উজ্জল নামের এক ব্যবসায়ীর সাথে তার বিয়ে হয়। শশুরবাড়ীর লোকজন ও স্বামীর সাথে পরামর্শ করে শিক্ষকতার পাশাপাশি নারী ফুটবলারদের নিয়ে আরো বড় পরিসরে প্রশিক্ষনের কাজ শুরু করেন। এরপরও নানা প্রতিকূলতার মাঝেও নারী ফুটবলারদের প্রশিক্ষন দেওয়া বন্ধ করেনি মুন্নি।

সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইল শহরের ফজিলাতুন্নেছা মুজিব মহিলা বিশ^বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চলেছে নারী ফুটবলারদের অনুশীলন। বিকেল থেকেই একে একে মাঠে আসতে শুরু করে মেয়েরা। জার্সি আর বুট পরে মাঠে চলে অনুশীলন। প্রথমেই ওয়ার্মআপ, শারীরিক কসরতের মাধ্যমে
ফিটনেস। এরপরই বল আয়ত্বের নানা কৌশল রপ্ত করার প্রশিক্ষণ। টানা দেড় থেকে দুই ঘন্টার প্রশিক্ষণে তাদের শেখানো হয় খেলার সব কৌশলই। আর এই প্রশিক্ষনে শিশু ও কিশোরী সবাই ব্যস্ত। আগামী দিনে একজন ভাল খেলোয়াড় হবার স্বপ্ন তাদের মনে। একাডেমির তত্ত্বাবধানে আবাসিকে থাকা এসব মেয়েদের অনুশীলনের পাশাপাশি স্থানীয় অনেক অভিভাবক তাদের মেয়েকে একজন ভালো খেলোয়াড় তৈরি করতে মোনালিসা উইমেনস স্পোর্টস একাডেমিতে নিয়ে এসেছেন। এছাড়াও অনান্য স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ একাডেমি থেকে খেলার কলা-কৌশল শিখে যাচ্ছেন।
নারী ফুটবলার সেলিনা, ঋতু, স্বপ্না, সেলিনা ও মিলিসহ কয়েকজন জানায়, আমাদের ফুটবল খেলা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে। কিন্তু তারপরও আমরা ফুটবল খেলা থেকে পিছ পা হয়নি। এই খেলাধুলার করতে গিয়ে আমরা বুঝতে শিখেছি বাল্য বিবাহ থেকে রক্ষা পেতে হয় কিভাবে। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় কিভাবে। কিছু মানুষ আছে তারা তো কুটু কথা বলবেই। তাদের জন্য তো আমরা আমাদের জীবনের সুন্দর সময় নষ্ট করতে পারবো না। আমরা চাই ভালো একজন খেলোয়াড় হতে। একজন ভালো মানুষ হকে। দেশের জন্য কিছু করতে। আমাদের পরিবারের জন্য কিছু করতে। আর মুন্নি ম্যাডামের এখানে আমরা অনেক কিছু শিখতে পারছি। তার এখানে প্রশিক্ষন নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো বলে বিশ^াস করি। ইতিমধ্যে আমাদের অনেকেই প্রমিলা ক্যাম্পে চান্স পেয়েছে। আরো অনেকে প্রশিক্ষন নিচ্ছে। এছাড়াও কয়েকজন বিকেএসপিতে প্রাথমিক বাছাইয়ে চান্স পেয়েছে। আরো যারা আছে তাদের অনেকেই অনেক জায়গায় প্রশিক্ষন নিচ্ছেন। এটা সম্ভব হয়েছে মুন্নি ম্যাডামের কারনে। আর তার এ একাডেমিতে প্রশিক্ষন নিতে পেরে আমারা গর্ববোধ করি।
অভিভাবকরা বলেন, সামাজিক ও পারিবারিক চাপে আমাদের সন্তানদের খেলাধুলায় অংশগ্রহণ করতে দেয়নি। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম দেশের অনেক মেয়ে ফুটবল খেলে দেশের ও পরিবারের নাম উজ্জল করেছে। তখন আমরাও আমাদের মেয়েকে ফুটবল প্রশিক্ষনে নিয়ে আসি। যাতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলাও ভালো করতে পারে।’
নারী সংগঠনের নেত্রীরা বলেন, ‘নারী-পুরুষের বৈষম্যগত মানসিকতা দূর না হলে নারী দিবসের সফলতা পাওয়া যাবে না। বর্তমান প্রান্তিক সমাজে পুরুষদের সমানতালে ফুটবলার হতে চাওয়া মোটেই সহজ কথা নয়। একদিন বৈষম্যের এই মানসিকতা দূর হবে। পুরুষের সমানতালে বাধাহীন এগিয়ে যাবে সকল নারী।’

মোনালিসা উইমেনস স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা কামরুন্নাহার খান মুন্নি জানায়, নারী ফুটবলে দেশের নারীদের এগিয়ে নিতেই আমার এই প্রচেষ্ঠা। জাতীয় পর্যায়ে বড় বড় খেলোয়াড় তৈরি করতেই এখানে শিশু থেকে শুরু করে কিশোরীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’ তবে ‘নারী-পুরুষের বৈষম্যগত মানসিকতা দূর না হলে সফলতা পাওয়া যাবে না। বর্তমান প্রান্তিক সমাজে পুরুষদের সমানতালে ফুটবলার হতে চাওয়া মোটেই সহজ কথা নয়। একদিন বৈষম্যের এই মানসিকতা দূর হবে। পুরুষের সমানতালে বাধাহীন এগিয়ে যাবে সকল নারী। ফুটবলার হওয়ার নেশায় তাদের কেউ ঠেকিয়েছে বাল্যবিবাহ, কেউ হয়েছে পরিবার বিতাড়িত। সামাজিক বঞ্চনার চিত্র যেন আরও ভয়াবহ। তারপরও থেমে নেই নারী ফুটবলারদের অনুশীলন। ফলে সাফল্যও মিলেছে অনেকের। তিনি আরো বলেন, আমার খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণ না করতে পারলেও ওদের ভালো ফুটবলার তৈরি করতে সব সময় কাজ করে যাচ্ছি। নিজস্ব মাঠ না থাকায় টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ওদের অনুশীলন করাই। আর এখানে যারা আবাসিকে থাকে তাদের নাম মাত্র মূল্যে ফ্রি নিয়ে আমি এই একাডেমি পরিচালনা করছি। তবে সামাজিকভাবে এই সকল নারী ফুটবলারদের সহযোগিতা করতে হবে। অর্থ-বিত্ত বা স্ট্যাটাস না দেখে অসহায় ও দরিদ্র এসব কিশোরীর সহায়তায় সকলের এগিয়ে আসা উচিত। সরকারকে সচেতনতাবৃদ্ধির পাশাপাশি আর্থিকভাবেও তাদের সহায়তা করার আহ্ববান জানাচ্ছি।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840