ভাষাসৈনিক ও নাট্যকার মমতাজ উদ্দিনের মৃত্যুতে মাভাবিপ্রবি ভিসির শোক

ভাষাসৈনিক ও নাট্যকার মমতাজ উদ্দিনের মৃত্যুতে মাভাবিপ্রবি ভিসির শোক

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজ উদ্দীন আহমদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালরে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে ৩টা ৪৮ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরবিাররে সদস্যদের এ শোক সহ্য করার তৌফকি দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করনে।

উল্লখ্যে, মমতাজ উদ্দীন আহমদে ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভুষিত হন। তিনি ১৯৭৬-৭৮ সাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করনে।

১৯৭৭-৮০ তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840