মির্জাপুরে নতুন দুই দম্পতিসহ করোনা আক্রান্ত ১৪।। মৃত্যু দুই

মির্জাপুরে নতুন দুই দম্পতিসহ করোনা আক্রান্ত ১৪।। মৃত্যু দুই

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে নতুন করে দুই দম্পতিসহ একদিনে ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে শামসুল আলম (৬০) নামে ব্যবাসায়ী ও সমসের আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সাভারের এনাম হাসপাতালে মঙ্গলবার রাতে ব্যবাসায়ী ও সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে কৃষকের মৃত্যু হয়।

গত ৯ জুন তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। নমুনা পরীক্ষার ফল আসার আগেই তাদের মৃত্যু হল। এ নিয়ে এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯০ জন।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৯ জুন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জনের নমুনা সংগ্রহ করে ১০ জুন ঢাকায় পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

বুধবার মৃত দুইজন ও দুই দম্পতিসহ ১৩ জনের দেহে করোনা শনাক্তের খবর পায় তারা।

এছাড়া উপজেলার হাড়িয়া গ্রামের এক বাসিন্দা ইসলামী ব্যাংকের এলেঙ্গা শাখার সিনিয়র অফিসার (৩৭) অন্যত্র নমুনা দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের ব্যবসায়ী শামসুল আলম (৬০) ও উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের কৃষক সমসের আলী (৬৫)।

তাদের নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৩জন।

আক্রান্ত দুই দম্পতিসহ অন্যরা হলেন বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের বাসিন্দা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন স্বামী (৪১), তার স্ত্রী(৩৭), তাদের নিকট আত্মীয়(৩৮) একই গ্রামের একজন (৩২)

অপর দম্পতি সাতক্ষিরা জেলার আশাশুনির বাসিন্দা বর্তমানে গোড়াই শিল্প এলাকার সাউথ ইস্ট কারখানার কর্মরত স্বামী (৪৮), তার স্ত্রী (৩০), পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের এক নারী (৪৭),

মির্জাপুর বাজারের শহীদ মিনার সংলগ্ন এলাকার বাসিন্দা (৫০), সদরের বাইপাস এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক (৬৩), গোপালপুর উপজেলার হারিশা গ্রামের বাসিন্দা বর্তমানে গোড়াই শিল্প এলাকার পোশাক শ্রমিক (৪৫), গোড়াই সৈয়দপুর একজন (৫৮)।

এদিকে আজকের ১৪ জনসহ এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে।

তাদের মধ্যে তিনজন মারা গেছেন এবং ২৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন।

উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের করা হয়েছে বলে তিনি জানান।

নতুন আক্রান্ত ও মৃতের পরিচয়…………

পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে শামসুল আলম (৬০) (মৃত্যু) একই গ্রামের আরজু মিয়ার স্ত্রী সাজেদা বেগম (৪৭) মির্জাপুর বাজারের রাজ্জাক মিয়ার ছেলে সুরুজ মিয়া (৫০) কুমারজানী বাজার এলাকার আবেদ আলীর ছেলে আব্দুল হামিদ বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামের সুলতান আহমেদের ছেলে হেদায়েত ইসলাম (৪১) তার স্ত্রী মাসুদা পারভীন (৩৭) একই গ্রামের আব্দুল আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮) সমেজ খানের ছেলে জাকির হোসেন (৩২) গোপালপুর উপজেলার হারিশা গ্রামের সিরাজ আলীর ছেলে সুজাদ আলী (৪৫) সাতক্ষিরা জেলার আশাশুনির সামছুদ্দিনের ছেলে হযরত আলী (৪৮) তার স্ত্রী মুন্নি বেগম (৩০) গোড়াই সৈয়দপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আনোয়ার (৫৮)বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের সুরজাত আলীর ছেলে সমসের (৬৫) (মৃত্যু), উপজেলার হাড়িয়া গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেন (৩৭) সে ইসলামী ব্যাংকের এলেঙ্গা শাখার সিনিয়র অফিসার অন্যত্র নমুনা দিয়ে করোনা আক্রান্ত হয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840