সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মঙ্গলবার ২৭ শে অক্টোবর বাদ আছর যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে মানববন্ধন করেন । নগর সভাপতি মুফতি সাইফুদ্দিন ইউসুফ ফাহিম এর সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম সুলাইমান মাদানীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা ইসহাক কামাল, নগর সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সভাপতি মুফতি মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, সহ সাধারন সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ আসেম, সহ: সাধারণ সম্পাদক মুফতি হামিমুজ জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন: মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্সকে ক্ষমা চাইতে হবে। সভাপতির বক্তব্যে সাইফুদ্দিন ইউসুফ ফাহিম বলেন: বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. এর ইজ্জত রক্ষার জন্য ইসলাম প্রিয় তৌহিদী জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অনতিবিলম্বে ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র থেকে মন্ত্রণালয়ে ডেকে এনে নেক্কারজনক ঘটনার জন্য কৈফিয়ত তলব করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ন্যাক্কারজনক ঘটনার জন্য নিন্দা জানাতে হবে। সর্বপ্রকার ফরাসি পণ্য বয়কট করতে হবে। যে পর্যন্ত ফরাসি সরকার এ ঘটনার জন্য ক্ষমা না চাইবে সে পর্যন্ত যুব জমিয়তের কর্মীরা রাজপথে ত্যাগ করবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme