সংবাদ শিরোনাম:
সখীপুরে আরও এক পোশাক শ্রমিকের করোনা পজিটিভ

সখীপুরে আরও এক পোশাক শ্রমিকের করোনা পজিটিভ

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: উপজেলার মুচারিয়া পাথার গ্রামের তোতা মিয়ার ছেলে নূরে আলম (২২) এর শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সখীপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো চৌদ্দ জন।

স্থানীয়রা জানায়, নূরে আলম গত পনের দিন আগে অসুস্থ হয়ে বাড়িতে আসে। গত ৮ জুন সে নিজে সখীপুর হাসপাতালে এসে নমুনা দিয়ে বাড়িতে চলে যায়।

সোমবার (১৫জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান নুরে আলমের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত নূরে আলম সোমবার থেকেই হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকবেন। নূরে আলম কে নিয়ে এ পর্যন্ত সখীপুরে করোনা আক্রান্তের মোট সংখ্যা পৌঁছে গেলো চৌদ্দতে।

তন্মধ্যে সাতজন এখন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। অন্যরা প্রায় সকলেই, নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শন করে নুরে আলমের বাড়ি সহ মোট দুটি বাড়ি লক ডাউন করেছেন বলে জানান এই কর্মকর্তা। দুটি বাড়ির মোট লোক সংখ্যা আট জন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840