সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
সন্ধ্যা রানীর নিরাপত্তা জোরদার, পাচ্ছেন ঘর

সন্ধ্যা রানীর নিরাপত্তা জোরদার, পাচ্ছেন ঘর

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : গাছে বেঁধে নির্যাতনের শিকার টাঙ্গাইলের ঘাটাইলের সেই আদিবাসী নারী সন্ধ্যা রানীর নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে সন্ধ্যা রানীকে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর বরাদ্দ দিলেন জেলা প্রশাসক আতাউল গনি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডিসি ও এসপি সন্ধ্যা রানীর বাড়ি উপজেলার মালিরচালা গ্রামে যান।

নির্যাতনের ঘটনায় সন্ধ্যা রানীর করা মামলায় আসামিরা সব জামিনে মুক্ত। তাই নিজ বাড়িতে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেখানে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। সন্ধ্যা রানীর নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের সঠিক বিচার করার আশ্বাস দেন তারা।

কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার সঞ্জিব কুমার রায় বলেন, সন্ধ্যা রানী আজ থেকে তার বাড়িতেই থাকবেন। যে ধরনের নিরাপত্তা তিনি চান, তাকে সে ধরনের নিরাপত্তাই দেওয়া হবে। ফোনে আমরা সব সময় তার খোঁজখবর রাখব। সকালে ও বিকেলে একবার করে পুলিশ এসে তার সঙ্গে দেখা করবে।

মামলার এজাহারে কোনো দুর্বলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, যে ঘটনা ঘটেছে সে অনুসারে মামলায় ধারা বসানো হয়েছে। তদন্তে যদি আমরা দেখি এর চেয়েও কঠিন অপরাধ সংঘটিত হয়েছে, তবে আমরা পুলিশ প্রতিবেদনে কঠিন ধারা যোগ করে দিতে পারব।

টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গনি বলেন, যারা অন্যায় করেছে, আইন অনুসারে তাদের বিচার অবশ্যই হবে। আসামিরা আদালতের মাধ্যমে জামিন পেলেও আমাদের পর্যবেক্ষণের বাহিরে চলে যায়নি। আমরা জানতে পেরেছি তার (সন্ধ্যা) ঘরবাড়ি নেই, যা আছে তা বন বিভাগের সম্পত্তি। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের একটি পাকা ঘর ৩০ দিনের মধ্যে তাকে দেওয়া হবে। আমরা সরকারের পক্ষ থেকে তার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করব। আজ সাময়িকভাবে আমার ও পুলিশ সুপারের পক্ষ থেকে ২০ হাজার টাকা তাকে দেওয়া হলো। সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা তাকে দেওয়া হবে।

এ সময় উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আসামিরা প্রভাবশালী তাই জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগীকে গ্রামছাড়া করার হুমকি দিয়ে যাচ্ছেন। তার এমন বক্তব্যে জেলা প্রশাসক চেয়ারম্যানকে পরিবারটির নিরাপত্তাহীনতার বিষয়ে একটি প্রত্যয়ন দিতে বলেন।

এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাশে পেয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় বুক বাঁধেন সন্ধ্যা রানী। তিনি বলেন, আমি শুধু নির্যাতনের উপযুক্ত বিচার চাই।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840