সমবায় মার্কেটের দোকান ফিরে পেতে টাঙ্গাইলে ব্যবসায়ীদের মানববন্ধন

সমবায় মার্কেটের দোকান ফিরে পেতে টাঙ্গাইলে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সমবায় ব্যাংক মার্কেটের দোকান ফিরে পেতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।

সোমবার (৮ মে) দুপুরে সমবায় মার্কেটের সামনে ওই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী মতিউর রহমান, দেলোয়ার হোসেন, বসির আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮২ সালে ৩৫ হাজার টাকার বিনিময়ে আমরা সমবায় ব্যাংকের কাছ থেকে দোকানের পজিশন ক্রয় করি। দলিলের শর্ত ভঙ্গ করে মার্কেটের সাবেক সভাপতি কুদরত-ই-এলাহী মার্কেট ভাঙে। কিন্তু সাবেক সভাপতি আমাদের পুরাতন ব্যবসায়ীদের একটি দোকানও বরাদ্দ দেননি। এ নিয়ে নি¤œ আদালত থেকে উচ্চ আদালতে দায়েরকৃত মামলার প্রতিটি রায় আমাদের পক্ষে এসেছে। তারপরও আমরা এখন নিরুপায়। কুদরত-ই-এলাহী ওই ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। দোকান না পেয়ে ১৭ জন ব্যবসায়ী ইতোমধ্যে মারা গেছেন। দোকান না পেয়ে অনেকে ফুটপাতে দোকান করছে, কেউ কেউ রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। মানববন্ধন কর্মসূচিতে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840