২ নভেম্বর থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে ক্লাস

২ নভেম্বর থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে ক্লাস

প্রতিদিন প্রতিদবেদক : টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২ নভেম্বর থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়া হবে। প্রথম ডোজ টিকা গ্রহণ সাপেক্ষে ২৫ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে আবাসিক হল।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস-প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) মো. সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একাডেমিক কাউন্সিলের ৪৭তম (জরুরি) সভার সুপারিশের ভিত্তিতে রিজেন্ট বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংশিষ্ট সবাইকে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি (সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন, মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, সাবান পানি দিয়ে হাত ধৌত করা, হাঁচি এবং কাশির সময় টিস্যু ব্যবহার করা) মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840