সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশের স্বপ্নে লাল পোশাকে বগুড়ার আনোয়ার

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৭০৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লাল পোশাকে সাইকেল চালিয়ে বিভিন্ন মিক্ষা প্রতিষ্ঠানে ছুটে চলেছেন বগুড়ার ৫২ বছর বয়সী মো. আনোয়ার তালুকদার। আনোয়ার পেশায় একজন কাঠ মিস্ত্রি।

সে বগুড়া সদর উপজেলার বারাকপুর গ্রামের মৃত আব্দুর বারেক তালুকদারের ছেলে।

ঘুরতে ঘুরতে তিনি রোববার (১০ মার্চ) এসেছিলেন মির্জাপুর উপজেলায়।

সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক এর সাথে দেখা করে তার নির্দেশনা অনুযায়ী মির্জাপুর এসকে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গেলে সেখানে দুর্যোগ প্রশমন নিয়ে একটি মহড়া চলমান থাকায় লিফলেট বিলি না করে ছুটে চলেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের খুজে।

লাল রং করা পুরাতন একটি বাই সাইকেল। পরনের পোশাকও লাল, সামনে পিছনে কিছু সচেতনতামূলক উক্তি। সাইকেলের সামনে উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা। এভাবেই বাল্য বিবাহ সম্পর্কে সমাজকে সচেতন করতে, বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে নিজ উদ্যোগ ও অর্থায়নে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাইকেল চালিয়ে ছুটে চলেছেন মো. আনোয়ার তালুকদার।

আনোয়ার জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত তিনি দেশের ৬৪ জেলাসহ ১৬৩টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিয়ের কুফল ও ঝুঁকি সংবলিত লিফলেট বিতরণ করেছেন। নিজ এলাকাতেও তিনি তৎপর থাকেন সর্বদা। কোথাও বাল্য বিবাহ হলে প্রশাসনের সহায়তা তা রোধ করেন তিনি। শীতকালে বছরের ৩ মাস দেশের বিভিন্ন স্থানে এই প্রচারনার কাজ করে থাকেন তিনি।

বাল্যবিবাহ নিয়ে তার এই উদ্যোগের কারন জানতে চাইলে তিনি জানান, অনেক আগে আমার দুই বাস্তির ( ভাইয়ের মেয়ে) বাল্যবিবাহ হয়। তাদের ঘরে একটি করে সন্তানও আছে। কিন্তু পরবর্তীতে তাদের দুজনের কারও সংসারই টিকেনা। বর্তমানে তারা দুজন ঢাকায় গার্মেন্টসে কাজ করে জীবিকা চালায়।

তিনি বলেন, তাদের জীবনের এই বিপর্যয় আমাকে নাড়া দেয় সবসময়। ওদের যদি বাল্য বিয়ে না হতো ওরা যদি লেখাপাড়া করতো তাহলে হয়তো ওদের জীবনের এই পরিনতি হতোনা।”

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাল্যবিবাহ রোধে সমাজের যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করলেই একদিন অবশ্যই বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme