প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার কৃষক মোঃ আব্দুর রশিদ ঠান্ডুর ৭৯ শতাংশ জমি থেকে জোড়পূর্বক পাকা ধান কেটে নেওয়ায় টাঙ্গাইল ম্যাজিষ্ট্রেট কোর্ট থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোঃ শহীদ মিয়া পূর্ব শত্রুতার জের ধরে জমির জাল দলিল তৈরি করে আব্দুর রশিদকে প্রতিনিয়ত জীবননাশের হুমকি ও সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কৃষক মোঃ আব্দুর রশিদ ঠান্ডু জনান, গত ১৯ মে সকাল সাড়ের ৮ টায় শহরের আদি টাঙ্গাইল মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ শহীদ মিয়া, সদুল্লাহপুর মৃত জাবেদ আলীর ছেলে মোঃ সোনা মিয়া,
চর কাগমারী মৃত আনছের শেখের ছেলে মোঃ রবি শেখ, সদুল্লাহপুর কাজীমুদ্দিনের ছেলে মোঃ হাসেম, অলোয়া সুরত আলীর ছেলে মোঃ শহীদ মিয়া, বাজিতপুর আঈয়ুব আলীর ছেলে শাহজালাল তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে জোড় পূর্বক পাকা ধান কাটতে শুরু করে।
বাধা দেয়ায় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র নিয়ে খুন করার উদ্দ্যেশ্যে তেরে আসে।পরে এক পিকআপ ভতির্ করে কাটা ধান নিয়ে যায় চলে যায়।
পরে আব্দুর রশিদ এ ঘটনায় গত ২০ মে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।যার মামলা নং ৩৮/২৪১।
ফৌজদারি কার্যবিধি সহিংসতার ১৪৪ ধারা জারি করেছে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আমীর হামজা জানান, মোঃ আব্দুর রশিদ ঠান্ডুর জমিতে ১৪৪ ধারা জারির বিষয় শুনেছি। মামলার তদন্ত চলছে। অতিদ্রুত মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করা হবে।