সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে

জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি সকলেই ইতিবাচক হিসেবে নিয়ে তাদের আগামী দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করছে। মঙ্গলবার রাতে বিয়ের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

জানা গেছে, কঠোর লকডাউনের মধ্যেই গত ২২ জুলাই বৃহস্পতিবার ভুয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের দুই মেয়ে ফাতেমা ও ফারজানা জমজ। একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের জমজ দুই ছেলে আল আমিন ও আমিনুল জমজ। পরে বিয়ের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এলাকায় জমজ দুই বোনের জমজ দুই ভাইয়ের সাথে বিয়ের খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভীড় জমান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিন ও আমিনুল জমজ দুই ভাই মাস্টার্স পাশ করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্যারাসুট তৈল কোম্পানীতে চাকরি করে। অন্যদিকে ফাতেমা ও ফারজানা দুইজনই মাস্টার্স শেষ করেছে। সম্প্রতি পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা ও দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বিয়ের কথা পাকাপাকি হয়। পরে গত বৃহস্পতিবার এক লাখ টাকা করে কাবিন নামায় জমজ দুই বোনের সাথে জমজ দুই ভাইয়ের বিয়ে হয়। এসময় দুই পক্ষের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

জমজ দুই মেয়ের ফুফাতো বোন জামাই রবিউল ইসলাম বলেন, জমজ দুই বোনের জন্য জমজ দুই ছেলের সন্ধান পাওয়া যায় ঘটকের মাধ্যমে। মেয়েরাও মাস্টার্স শেষে করেছে। ছেলেরাও দুইজন মাস্টার্স শেষ করে একটি কোম্পানী চাকরি করছে। কাকতালীয়ভাবে মিলে গেছে দুটি জুটি। লকডাউনের কারণে সীমিত পরিসরে বিয়ের কাজ শেষ করা হয়েছে। এ ব্যাপারে অনুভুতি প্রকাশ করে জমজ দু’ভাইয়ের একজন আমিনুল জানায়, বিষয়টি তাদের কাছে অত্যন্ত আনন্দের। সকলে দোয়া ও ভালবাসায় আগামী দিনগুলো সুখে ও আনন্দে কাটাতে চায় নবদম্পতিরা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840