সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থী আশরাফুল সিকদারের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার মীর দেওহাটা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মীর দেওহাটা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম বাবু, একই গ্রামের মালেক মিয়ার ছেলে রাসেল মিয়া ও মাসুদ মিয়ার ছেলে মেহেদী হাসান।

মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়া সেতুর উত্তরপাশে পৌছালে কিশোর গ্যাংয়ের ২১ জন সদস্য আশরাফুল সিকদার নামে পরীক্ষার্থীর ওপর হামলা চালায়। আশরাফুল সিকদার দেওহাটা আলহাজ জোনাব আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামের শওকত সিকদারের ছেলে। এ ঘটনায় আশরাফুলের বাবা ৯ জনের নামসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মির্জাপুর থানায় অভিযোগ দেন। পরে রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে অন্যজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান।

অভিযোগ জানা গেছে, মঙ্গলবার দুপুরে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মীর দেওহাটা গ্রামের আশরাফ, আবির, নির্জন, লাদেন, আব্দুল্লাহ, মেহেদী, রিদয়, সিয়াম মির্জাপুর সদরের রিফাতের নেতৃত্বে ২১ জন কিশোর আশরাফুলের ওপর হামলা চালায়। অভিযুক্তরা দা, চাপাতি, হাতুড়ি, লোহার চেইন, পাইপ, কাঠসহ দেশীয় অস্ত্র নিয়ে আশরাফুলের ওপর হামলা চালায়। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয়রা জানান, আহত অবস্থায় ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, কিশোরের ওপর হামলার ঘটনায় মামলার হওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযুক্তদের মধ্যে থেকে রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840