সংবাদ শিরোনাম:
আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রস্ততি সভা

আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রস্ততি সভা

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে আসন্ন ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট মুক্ত রাখতে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ এপ্রিল দুপুরে মহাসড়ক সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যাগে পুলিশ লাইনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, চারলেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার চক্রবর্তী, ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকোর প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ দে, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অহিদুজ্জামান, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ- আলম সিদ্দিকী, ট্রাফিক পুলিশ পরিদর্শক এশরাজুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ,বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবার হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ। এ সময় বিভিন্ন থানার ওসি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৫ শে রমজানের মধ্যে মহাসড়কের প্রত্যেকটি লেন চলাচলের উপযোগি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদে যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840