এলেঙ্গায় পচা খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

এলেঙ্গায় পচা খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গায় এ অভিযান চালায় র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, কালিহাতীর এলেঙ্গা বাজারে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর অবৈধ মজুদ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল।

এ সময় রদ্বা চন্দ্র সাহা (২৬), সাইফুল ইসলাম (৪০), ফয়সাল (২০), সবুজ মিয়া (৩০) ও খুসী মোহন দাসের (৫৮) দোকানে পঁচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর পাওয়া যায়। পরে কালিহাতী উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান ওই পাঁচ ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840