সংবাদ শিরোনাম:
কালিহাতীতে চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

কালিহাতীতে চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: “সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে পাট বীজ উৎপাদনকারী প্রকল্পভূক্ত ১১৪ জন পাট চাষীদের মাঝে বিনামূল্যে প্রত্যায়িত পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুকুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সি.এ আবুল কালাম আজাদ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840