ভূঞাপুরে চাহিদার তুলনায় অর্ধেক বই পেল শিক্ষার্থীরা

ভূঞাপুরে চাহিদার তুলনায় অর্ধেক বই পেল শিক্ষার্থীরা

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নতুন বছরে চাহিদার তুলনায় অর্ধেক বই বিতরণ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। তবে, শতভাগ বই পেয়েছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার ১ জানুয়ারি সকালে একযোগে বই বিতরণ উৎসব দিবস পালন করা হয়।

উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব দিবসে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিদ্যালয়ে সভাপতি শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নারর্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, সংসদ সদস্যের সহধমির্নী ঐশী খান, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফ নূর মিনি, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিসার এম.জি. মাহমুদ ইজদানী জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ বই বিতরণ করতে সক্ষম হয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ৫০ ভাগ বই হাতে তুলে দিয়েছি। বাকি বই এ মাসের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারব বলে আশা করছি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840