সংবাদ শিরোনাম:
মাদক বিক্রির দায়ে মহিলা লীগ নেত্রী বহিস্কার

মাদক বিক্রির দায়ে মহিলা লীগ নেত্রী বহিস্কার

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির দায়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হওয়া মোছা. সোনিয়া বেগমকে অবশেষে বহিস্কার করেছে ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ।

বহিষ্কৃত সোনিয়া বেগম ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য।

২৫ সেপ্টেম্বর এক দলীয় সভায় দলের ভাবমূর্তি বিনষ্ট, অগঠনতান্ত্রিক ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সম্পৃক্তার দায়ে তাকে বহিস্কার করা হয়। ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি জানান, সোনিয়া বেগম উপজেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদে ছিলেন। সে মাদক ব্যবসার সাথে জরিত থাকায় তাকে সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার গোবিন্দাসী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী সোনিয়া বেগমকে নিজ বাড়ি থেকে মাদকসহ আটক করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে কারাগারে পাঠায় পুলিশ। সোনিয়া বেগম গোবিন্দাসী ইউনিয়ন যুবলীগ নেতা মো. আব্দুর রাজ্জাকের স্ত্রী।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840