সখিপুরে পাঠাগার উদ্বোধন ও বিনামূল্যে ফলজ চারা বিতরণ

সখিপুরে পাঠাগার উদ্বোধন ও বিনামূল্যে ফলজ চারা বিতরণ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্বোধন এবং চারা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকালে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্বোধন শেষে তালিমঘরে আলোচনা সভা, কৃষকদের মাঝে বিনামূল্যে মাল্টা ও কমলার চারা বিতরণ করা হয়।

গ্রীণ হ্যাভেনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম।

অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।

অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডঃ মোঃ মেহেদী মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি অফিসার নিয়ন্তাা বর্মন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল আউয়াল, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840