ঘাটাইলে দোকান-বসতঘরে আগুন

ঘাটাইলে দোকান-বসতঘরে আগুন

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে একটি দোকান ও দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সুজন মিয়া।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জানান, শনিবার রাত ৯টার দিকে উপজেলা কমলাপাড়া এলাকায় বিদুৎতের সরবরাহ লাইনের কয়েকটি তারের সংস্পর্শে বৈদুৎতিক সর্ট সার্কিটের সৃষ্টি হয়। এসময় সৃষ্ট আগুনের কুন্ডলি ও তার ছিড়ে বাবুল খানের ভাঙ্গারি দোকানের উপর পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন রফিকুল ইসলামের বাবুল খানের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী মুকুল মিয়া জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ৯৯৯ লাইনে ফোন দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যা ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি ভাঙ্গারির দোকান ও দুটি বসতঘরের একটি রান্নাঘর একটি গোয়ালঘর ও ৪টি ছাগল পুড়ে মারা যায়। বসতঘর ও দোকান মালিক রফিকুল ও বাবুল খানের দাবি আগুনে তাদের নগদ ৩ লাখ ১০ হাজার টাকা পুড়ে গেছে। নগদ টাকা, ঘর, আসবাপত্র সব মিলিয়ে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘাটাইল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সুজন মিয়া জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানিয়েছেন বৈদুৎতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্র হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840