ঘাটাইলে বাস খাদে, নিহত ১ আহত ২০

ঘাটাইলে বাস খাদে, নিহত ১ আহত ২০

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার গুণগ্রাম নামক স্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

নিহত বাসযাত্রী স্নেহালতা (৯৫)। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামে। বুধবার (২০ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার সার্ভিসের একটি বাস ঘাটাইল উপজেলার গুণগ্রাম ব্রিজের উত্তরপাশে এসে চালক গাড়ীটির নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। শুরুতে স্থানীয়রা পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাসের যাত্রীদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সেখানে স্নেহালতা নামে এক বৃদ্ধাকে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার উপপরিদর্শক মোশারফ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840