সংবাদ শিরোনাম:
তথ্য অফিসের উদ্যোগে গোপালপুরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

তথ্য অফিসের উদ্যোগে গোপালপুরে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আওতায় “ওরিয়েন্টেশন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

২৬ মে বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান এর সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: পারভেজ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর পৌরমেয়র মো: রকিবুল হক (ছানা), সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

কর্মশালায় টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন ডা: নিলু শারমিন চৌধুরী। এতে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইমাম, পুরোহিত, কাজী, এনজিও কর্মীসহ উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের প্রায় ৪০জন অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তাগণ শিশু ও নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন রোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম রোধে করণীয়, করোনাকালে শিশু ও গর্ভবতী মায়ের স¦াস্থ্য বিষয়ক তথ্য, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, শিশুর মানসিক স্বাস্থ্য, মাতৃদুগ্ধ প্রদানের নিয়মাবলী প্রভৃতি বিষয়ের উপর গুরত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840