নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান শাকিলের ৬ জন কর্মী সমর্থক আহত হয়েছে।

বুধবার সকালে ধুবড়িয়া ইউনিয়নের কাচঁপাই বাজারে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ধুবড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান শাকিল বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে বুধবার সকালে আমরা ধুবড়িয়ার আমার নিজ বাড়ি থেকে মোটর শোভাযাত্রা বের করতে চাইলে সেখানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমানের ছেলে সরোয়ার ও ছাত্রলীগ নেতা ইয়ারোফ হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিশোঠা নিয়ে আমাদের বাধা দেয়। আমরা সে বাধা অতিক্রম করে ইউনিয়নের কাচঁপাই বাজারে পৌছলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মোটর শোভাযাত্রার পিছনের দিকে আক্রমন করে। এতে সেখানে আমার ৬ জন কর্মী সমর্থক আহত হয়।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন সেখানে পরিবেশ শান্ত রয়েছে।

উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840